Banner Top

কেষ্টপুরে মর্মান্তিক বিধ্বংসী অগ্নিকাণ্ড

                দাবদাহ লাইভ, বাগুইআটি, সুমিত মজুমদারঃ গত ২১শে ডিসেম্বর ২০২৩ দুপুর আনুমানিক একটার দিকে কেষ্টপুর রবীন্দ্রপল্লী বাজারের একটি তেলেভাজার দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে বিধ্বংসী আগুনে প্রায় ১০ জনের মতো পথচলিত মানুষ আহত হয়েছিলেন, এদের মধ্যে এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর একজনের মৃত্যু অন্তত কমপক্ষে ২৫ জন পথচালিত মানুষ অগ্নিদগ্ধ হয়ে ছিল, তবে আগুন লাগার কারণ তেলেভাজার দোকানগুলো কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ব্যবসা করছে দাবি স্থানীয়দের। এই নিয়ে একাধিক বার স্থানীয় কাউন্সিলার বিধাননগর পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষ মুখার্জি তৎপরতা দেখান পাশাপাশি তিনি প্রশাসনের বিভিন্ন উচ্চস্তরে এই নিয়ে লিখিত অনুরোধ করেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আজকাল অনেক তেলে ভাজা দোকান গুলোর পাশাপাশি রেস্টুরেন্টগুলোতেও বৈধ কাগজপত্র ছাড়াই ডমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার  ব্যবহার করছেন তেলেভাজার দোকানের মালিকেরাও। তার ভয়াবহ পরিনীতি গত একুশে ডিসেম্বরের এই তেলেভাজার দোকানের বিধ্বংসী আগুন। সূত্রের খবর শর্ট-সার্কীট থেকে কোনো না কোনোভাবে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় স্থানীয় মানুষ আগুন নেভাতে গেলে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডারটি ফেটে যায় এবং তার থেকে নিগৃহীত আগুন পথ চলিত মানুষ এবং উদ্ধারকৃত মানুষ কে ঝলসে দেয়। কাউন্সিলর মনীষ মুখার্জি তৎক্ষণাৎ আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এবং নিজস্ব তৎপরতায় সেখানে আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থাও করেন। অন্যদিকে এই ঘটনার দুদিন পরে গত ২৩ শে ডিসেম্বর শনিবার কেষ্টপুর তালবাগান রিকশা স্ট্যান্ড মোড়ে দুই মানসিক রোগীর বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায় স্থানীয় মানুষের তৎপরতায় সে আপন দ্রুত নিভিয়ে দেওয়া হয় । স্থানীয় সূত্রের খবর বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পর ওই মানসিক রোগীরা সব সময় মোমবাতি জ্বালিয়ে  থাকতো হয়তোবা সেখান থেকে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার সময় তারা দ্বিতীয় তালে ঘুমিয়ে ছিল ,আগুন লাগার পরেও তাদের কোন হুঁশ ছিল না কিন্তু আগুনের তীব্রতা বাড়তে তারা বারান্দায় বেরিয়ে আসে তখন স্থানীয় মানুষ তাদেরকে জীবন বাজিয়ে রেখে বিশেষ করে কয়েকজন মানুষ স্থানীয় তৃণমূল নেতা অর্পণ ব্যানার্জি স্থানীয় দোকানদার মনু শাহ সহ অন্যান্য ব্যক্তিরা দ্রুতগতির সঙ্গে তাদেরকে  উদ্ধার করেন এবং পরবর্তীকালে দমকল ও স্থানীয় কাউন্সিলরদের তৎপরতায় আগুন নেভানো হয়।

কেষ্টপুরে মর্মান্তিক বিধ্বংসী অগ্নিকাণ্ড
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment