বারাসাতে একদিনের বইমেলা
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগনা জেলা সদর বারাসাত পৌরসভার ২৭ নাম্বার ওয়ার্ডে একদিনের বইমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয় নতুনপুকুর চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। প্রাক্তন শিক্ষা সচীব সুদিন চট্টোপাধ্যায় এই মেলার উদ্বোধন করেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৫৫টি পত্র পত্রিকা সহ ম্যাগাজিন প্রকাশকরা বই নিয়ে হাজির হয়েছিলেন এই মেলায়। বসিরহাটের ভ্যাবলার তিনটি প্রকাশক, বারাসাতে শ্রীময়ী সহ চেতনা প্রকাশক বই নিয়ে হাজির ছিলেন। কিছু ক্রেতারা বেশ বই ক্রয়ও করেছেন। ছিল খাবারের কিছু স্টল। আর্টিস্ট কিছু হাজির ছিলেন। জেলার পত্র পত্রিকা প্রদর্শিত হয়েছে বারাসাত প্রেস ক্লাবের স্টলে। বই কেনার আবেদন বারে বারে রাখেন স্থানীয় পৌরপিতা বরুণ ভট্টাচার্য। মানুষের অনুরোধে একদিনের বই মেলা আগামী বছরে তিন দিনের করার আশ্বাস দেন পৌরপিতা। বারাসাতের তিতাস, অনুবাক, রাইটার্স ওয়ার্ল্ড ও গীর্বাণ উদ্দ্যোগে এই মেলা বলে জানা যায়। সারাদিনের এই মেলায় গানে – আবৃত্তি, সাহিত্য বিষয়ে আলোচনা সহ কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশ জমে উঠেছে বলে এলাকাবাসীর অভিমত। স্থানীয় শম্পা গুপ্তের অভিভাবকত্বে এই মেলা অন্য মাত্রা পায় বলে উপস্থিত প্রকাশকরা অভিমত ব্যক্ত করেন।

















