চাল চুরির অভিযোগে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ চাল চুরির অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গাইঘাটা থানার অন্তর্গত চাঁদপাড়ার পাঁচপোতা ভাড়াডাঙা হাইস্কুলে ঘটনাটি ঘটে। স্থানীয়দের কথায়, বেশ কিছুদিন সকালবেলা এক মহিলাকে স্কুলের পিছনদিক থেকে ব্যাগে করে চাল নিয়ে যেতে দেখা যায়। এদিন সকালেও স্থানীয় এক দোকানদার ওই মহিলাকে স্কুলে ঢুকতে দেখে। বেশ কিছু সময় পর ব্যাগ হাতে বাইরে বেরোতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্কুল চত্বরে তাঁকে আটকালে তাঁর কাছ থেকে উদ্ধার হয় চাল ভর্তি ব্যাগ। স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের চাল চুরি হবার পিছনে অভিযোগ উঠেছে ওই স্কুলের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। অভিযোগ স্কুলের মিড ডে মিলের চাল চুরি করে এক মহিলাকে দিয়েছিলেন স্কুলের ওই অস্থায়ী কর্মী। চাল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওই মহিলাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। সেই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে স্থানীয় গ্রামবাসীরা স্কুলের ভিতরে ঢুকে অভিযুক্ত অস্থায়ী কর্মী মিহির বিশ্বাস ও প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় স্কুল চত্বরে। খবর পেয়ে স্থানীয় সুটিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্ত অস্থায়ী কর্মী ও ওই মহিলাকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাসের কথায়, ওই মহিলা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যুক্ত। মিড ডে মিলের জন্য যে পরিমান চাল স্কুলে আসে তার হিসেব ঠিকই আছে। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

















