জেলার হস্তশিল্প প্রতিযোগিতা রবীন্দ্র ভবনে
দাবদাহ লাইভ, বারাসাত, রতন নন্দীঃ উত্তর ২৪ পরগনা জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে প্রতি বছরের ন্যায় এ বছর জেলা স্তরের কারু ও হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয় বারাসাত রবীন্দ্র ভবনে। জেলার ২২টি ব্লক ও ২৭টি পৌর অঞ্চল হস্তশিল্পীদের তৈরী হাতের কাজের সম্ভার নিয়ে এই প্রতিযোগিতা বলে জানা যায়। ৮১ জন হস্তশিল্পী তাঁদের ১২১টি পসরা বা উৎপাদিত সামগ্রী নিয়ে প্রতিযোগিতার আয়োজন। জেলার প্রসিদ্ধ এম্ব্রয়ডারী, সূচী শিল্প যার বিস্তার দেশের বিভিন্ন প্রান্তে, টেরাকোটা, অথবা পাটজাত ইত্যাদির মাধ্যমে উৎকৃষ্ট মানের হাতের কাজের নমুনা বিচারকদের সামনে তুলে ধরবে। এই প্রতিযোগিতায় শিল্পকর্মের ভিত্তিতে পাট ও অন্যান্য তন্তু টেরাকোটা কাজ, কাঁথাস্টিচ এবং এমব্রয়ডারী ইত্যাদি। ৪টি বিভাগের থেকে প্রথম, দ্বিতীয় ও বিশেষ পুরস্কারের ১২টি শিল্পকর্মকে চিহ্নিত করবেন। এবং বিবেচিত শিল্পকর্মগুলিকে রাজ্য স্তরে পাঠানো হবে বলে জানান শিল্প কেন্দ্রের আধিকারিক সমীর চ্যাটার্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন অতিথিরা।

















