সংযুক্ত কৃষাণ সভার রাজ্য সম্মেলন স্বরূপনগরে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ কৃষি আইন বাতিল, কৃষকের ফসলের এম এস পি চালু করা, সারের কালোবাজারি বন্ধ করা ও প্রকৃত কৃষকের সরকারী সাহায্য প্রদানের দাবীতে সংযুক্ত কৃষাণ সভার রাজ্য ২৫তম সম্মেলন শুরু হ’ল উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার তেঁতুলিয়া বিদ্যালয়ে। শহীদ নুরুল ইসলামের বেদীতে শ্রদ্ধা নিবেদনের পরে সভা শুরু হয়। আর এস পি রাজ্য সম্পাদক তপন হোড় উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখেন এ, আই এস কে রাজ্য সম্পাদক সুভাষ নস্কর সহ স্বরূপ নগর লোকাল কমিটির সম্পাদক আব্দুর রউফ সহ নেতৃবৃন্দ। সারা রাজ্য থেকে ৩০০ জন প্রতিনিধি অংশ নেন। ১৬-১৭ দু’ দিন চলবে এই সম্মেলন। চাষীদের ন্যায্য পাওনা দাবীতে আন্দোলন করার পরামর্শ দিলেন। কেন্দ্র ও রাজ্যের নীতির সমালোচনা করেন।

















