Banner Top

রেল যাত্রীর দ্বারা নিগৃহীত টিকিট পরীক্ষক, ধৃত অভিযুক্ত

                            দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বিনা টিকিটে ভ্রমণ করা এক রেল যাত্রীর দ্বারা নিগৃহীত হয় এক টিকিট পরীক্ষক। মাথায় আঘাত লেগে অচৈতন্য হয়ে পড়েন তিনি। রেল রক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয় অভিযুক্ত। ওইরূপ ঘটনায় স্টেশন চত্বরে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনা জেলার শিয়ালদহ শাখার বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। রেল সূত্রে জানা যায়, শিয়ালদহ গামী বনগাঁ লোকালে বিনা টিকিটে ভ্রমন করছিল এক যুবক। চলমান ট্রেনেই এক টিকিট পরীক্ষক তাঁর কাছে টিকিট দেখতে চায়। কিন্তু যুবক টিকিট দেখাতে পারে না। স্বভাবতই বিনা টিকিটে রেলে ভ্রমন করার অপরাধে টিকিট পরীক্ষক তাঁকে আটক করে। এরপর ট্রেনটি বারাসাত স্টেশনে পৌঁছালে যুবককে সাথে নিয়ে নেমে পড়েন তিনি। সেখানে কর্মব্যাস্ত টিকিট পরীক্ষক নির্মাল্য চট্টোপাধ্যায় (৫৭) এর কাছে যুবককে নিয়ে যায়। এরপর বিনা টিকিটে রেলে ভ্রমন করার অপরাধে ধার্য্য করা আর্থিক জরিমানা দিতে বলেন নির্মাল্যবাবু। সে তা দিতে রাজি না হওয়ায় নির্মাল্যবাবু তাঁকে নিয়ে রেল প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর দপ্তরে যাবার উদ্দেশ্যে রওনা দেন। বারাসাত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম ধরে যাবার সময় আচমকা ওই যুবক টিকিট পরীক্ষক নির্মাল্য বাবুর হাত মুচড়ে সজোরে ধাক্কা মারে। সাথেসাথেই তিনি প্ল্যাটফর্মে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন। মাথার পিছনে আঘাত লাগে তাঁর। ওই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় স্টেশন চত্বরে। সেই পরিস্থিতিতে যুবক পালানোর চেষ্টা করলে স্টেশন চত্বরে থাকা রেল রক্ষী বাহিনী তাঁকে গ্রেফতার করে। পাশাপাশি তড়িঘড়ি অচৈতন্য অবস্থায় ওই টিকিট পরীক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে রেলের হাসপাতাল ( বি.আর.সিং) এ স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। ঘটনার জেরে মাথায় তীব্র যন্ত্রণা অনুভূত হচ্ছে বলে জানান তিনি। রেল রক্ষী বাহিনী সূত্রে জানা যায়, এদিন বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মে দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। ধৃত যুবক উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার গোবরডাঙা থানার অন্তর্গত পালপাড়া-র খানতোরা এলাকার বাসিন্দা অশোক কুমার ঘোষের পুত্র ২৫ বছরের অমিতাভ ঘোষ। বিনা টিকিটে রেলে ভ্রমণ, সরকারি কর্মী তথা রেলের টিকিট পরীক্ষক-এর কাজে বাঁধা প্রদান এমনকি তাঁকে নিগ্রহ করার অপরাধে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ১৮৬, ৩৫৩ ও ৩২৬ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। বারাসাত স্টেশনে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে রেলের আধিকারিক জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়, পাশাপাশি তিনি এও বলেন, ভবিষ্যতে যাতে ওইরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেল যাত্রীর দ্বারা নিগৃহীত টিকিট পরীক্ষক, ধৃত অভিযুক্ত
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment