টিকিট পরীক্ষককে নিগ্রহ, অভিযুক্ত গ্রেফতার
দাবদাহ লাইভ, বারাসাত, অনন্ত চক্রবর্তীঃ কর্তব্যরত এক রেলটিকিট পরীক্ষককে নিগ্রহ করার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ৯ডিসেম্বর, শনিবারের এই ঘটনাটির সাক্ষী থাকলো বারাসত স্টেশন। রেল সূত্রের খবর, ওই দিন দুপুরে শিয়ালদহ উত্তর শাখার বারাসত স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষা করছিলেন নির্মাল্য চট্টোপাধ্যায় নামে দায়িত্বশীল ওই পরীক্ষক। তিনি এক যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে ওই যাত্রী উল্টে বাক বিতন্ডা শুরু করেন এবং ওই টিকিট পরীক্ষককের ওপর চড়াও হয়ে বেধড়ক মারতে শুরু করেন বলে অভিযোগ। এরপর রেল রক্ষী বাহিনীর কর্মীরা দ্রুত অকুস্থলে ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। তাঁকে রেল পুলিশের হাতে তুলে দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ঘটনার অভিঘাতে শিয়ালদহ শাখার বিভিন্ন স্টেশনে বাড়তি নিরাপত্তা জোরদার হয়েছে। অমানবিক এই কান্ডে যাত্রীসাধারণ থেকে আরম্ভ করে সকলেই হতবাক।

















