মৃত্যু রহস্যের উদ্ঘাটনে সিপিডিআরের স্মারকলিপি
দাবদাহ লাইভ, কোলকাতা, গনেশ রায়ঃ গত ১৫ ই নভেম্বর অশোক সিংহ নামের এক ব্যক্তিকে আমহার্ষ্ট ষ্ট্রিট থানার পুলিশ, আটক করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পরে সে অসুস্থ হয়ে পড়ে, তাকে পুলিশ হসপিটালে নিয়ে যায়, সেখানে সে মারা যায়। প্রথমে মৃতব্যক্তির পরিবারকে সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে চাইলেও, পরে দেখাতে অস্বীকার করে, উক্ত থানার পুলিশ। এক সাধারণ ব্যাক্তির অস্বাভাবিক মৃত্যু রহস্য প্রতিবাদে, ১৭ ই নভেম্বর বৈকাল ৫.৩০ মিনিটে মানবাধিকার সংগঠন সিপিডিআর পশ্চিমবঙ্গের কর্মীরা, পথে নেমে মিছিল করে এবং শতাধিক মানবাধিকার কর্মীদের উপস্থিতিতে আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত স্মারকলিপি জমা দেয় বলে জানা যায়।

















