পৌরপিতার বাড়ির সামনে উদ্ধার বোমা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ব্যারাকপুরে বোমা, গুলি কান্ড- এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনার রেষ কাটতে না কাটতেই নতুন কোনো ঘটনার আবির্ভাব। এবার খোদ ব্যারাকপুর পৌরসভার পৌর পিতার বাড়ির সামনে থেকে উদ্ধার বোমা ও হুমকি পোস্টার। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদারের ব্যারাকপুর নাপিতপাড়া এলাকায় বাড়ির সামনে বুধবার সকালে ব্যারাকপুর পৌরসভার সাফাই কর্মীরা কাজ করতে গিয়ে দুটি কাগজ সহ দুটি বোমা দেখতে পায়। বিষয়টি পৌরপিতাকে জানায় তারা। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং টিটাগড় থানার পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা ও ‘সম্রাট তোকে সাবধান হতে বলেছি’ লেখা কাগজ উদ্ধার করে। পৌরপিতা সম্রাট তপাদারের অভিযোগ, তিনি রাজনীতির সাথে যুক্ত আছেন, তাকে ভয় দেখানোর জন্যই মুলত বোমাগুলি কেউ রেখেছে। তিনি এও বলেন, তিনি অভিষেক ব্যানার্জির সৈনিক, তাই তাঁকে বা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। টিটাগড় থানার পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখছে বলেও জানা যায়।

















