অবৈধভাবে ভারতে প্রবেশকারী আটক ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সংবাদমাধ্যমে চোখ পড়লেই ভেসে ওঠে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনা। দিনদিন তা বেড়েই চলেছে। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের মধ্যে কেউ পুলিশের হাতে ধরা-ও পড়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার অন্তর্গত বানেশ্বরপুর বাজার এলাকা থেকে এমনই ঘটনা ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি, গভীর রাতে বাগদা থানার পুলিশ বানেশ্বরপুর বাজার এলাকায় টহলদারীর সময় দুজন ব্যক্তিকে এলাকায় ঘুরতে দেখে। তাদের দেখে সন্দেহ হওয়ায় ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। বাংলাদেশ থেকে ভারতে এসেছে কাজের সন্ধানে বলে তারা জানায়। ওই দুই ব্যাক্তির কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করে বাগদা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে এদিন দুপুর একটা নাগাদ বাগদা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

















