Banner Top

শত বছর জন্মদিনে সোদপুরের নিনা অধিকারী

                             

দাবদাহ লাইভ, কোলকাতা, ঋজু অধিকারী ও শ্যামল করঃ    প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল শুভ জন্মদিন তাও আবার ১০০ বছর পূর্তি উপলক্ষে উত্তর ২৪ পরগনার সোদপুর গির্জার সন্নিকটে জয়প্রকাশ নগরে। তাও আবার সেই দিনটি ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেট ম্যাচ এবং ছট পূজার মহোৎসব। সবদিক থেকেই জমজমাটই অনুষ্ঠান ছিল ওই দিনটি অর্থাৎ 20 শে নভেম্বর ২০২৩। আনন্দ উৎসবমুখর বাড়িতে সুসজ্জিত ফুলের গেট থেকে কফির মেশিন, ফুচকার আয়োজন এবং ব্যান্ড বাদ্য দিয়ে মুখরিত ছিল এই অধিকারী পরিবার। বিষয় ছিল পরিবারের প্রাচীনতমা অভিভাবিকা ১০০ বছরে পা দিলেন আর এই দিনটি কে পালনের মধ্য দিয়ে সমগ্র আত্মীয় পরিজন আমন্ত্রিত ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকলকে নিয়েই খুব ধমধাম এর সঙ্গেই পালন করা হলো বাড়ির বড়মার জন্মদিবস সন্ধ্যা টি। ঠিক যেন খুব জমজমাটই এক বিবাহ বাড়ির উৎসব। কোন কিছুই বাকি ছিল না বড়মাকে রাজ সিংহাসনে বসিয়ে রাজ মুকুট পরিয়ে বসানো হয়েছিল সেখানে এবং তাকে ঘিরে ক্যামেরার ঝলকানি মানুষের উৎসাহ এবং প্রতিবেশীদের আগমন ছিল দেখবার মতো। একশ বছরের শয়তান হেঁটে বেড়ালেন সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন কথাও বললেন এবং এই বিষয়ে তার দুই নাতি অভিজিৎ অধিকারী এবং বিশ্বজিৎ অধিকারী সহ পুত্রবধ্বয় সর্মি অধিকারী এবং অনিন্দিতা অধিকারী জানালেন বাড়ির বড়মা অর্থাৎ ওনাদের কাকিমার জন্ম দিবস সম্পর্কে কিছু কথা সঙ্গে বড় নাতি রিজুও…….

শত বছর জন্মদিনে সোদপুরের নিনা অধিকারী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment