কলকাতা ফ্রিল্যান্স প্রেস ক্লাবে বিজয়া সম্মেলনী
দাবদাহ লাইভ, কোলকাতা, শ্যামল করঃ যদিও শারদ উৎসব শেষ অর্থাৎ কালী পূজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সবই পার হয়ে গিয়েছে। তার মধ্যেও পঁচিশে নভেম্বর সন্ধ্যায় যাক যমজ ভাবেই পালিত হল শিয়ালদহ দুই নম্বর ছোকু খানসামা লেনে কোলকাতা ফ্রিল্যান্স প্রেস ক্লাবের বিজয়া সম্মেলন। আনুমানিক ৫৫/ ৬০ জনের মেলবন্ধন ছিল ঐদিন। দূর দূরান্ত থেকে আগত সাংবাদিকদের এই যে একত্রিত মিলন এটাই সার্থকতা। সংবাদ ঘরে বাইরে এবং ফ্রিল্যান্স প্রেসক্লাবের সম্পাদক অজিত কুমার দাস তার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিকদের উদ্দেশ্যে সবার মঙ্গল কামনায়। পরিশেষে সভাপতি মনোজিৎ দাস এবং প্রাক্তন সভাপতি ডাক্তার নিতাই চন্দ্র বিশ্বাস সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ও বলেন সবাই সুস্থ থাকুন এবং ভাল থাকুন। উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক অরুণ কুমার দাস, চিত্র সাংবাদিক রাজকুমার দাস, চিত্র সাংবাদিক সঞ্জয় বনিক, সাংবাদিক তপতী ম্যাডাম, সাংবাদিক মনোজিৎ দাস, অভিজ্ঞ সাংবাদিক শংকর মিত্র, অংশুমান মিত্র, সুদেষ্ণা রায়।

















