বারাসাতে যাত্রা উৎসব
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ বারাসাত কাছারী ময়দানে দু’ দিনের যাত্রা উৎসব পালিত হয়। উৎসবের উদ্বোধনী পর্ব রবীন্দ্রসদন একতারা মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরুপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। বারাসাতে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ কাক লি ঘোষ দস্তি দার, সভাধিপ তি নারায়ণ গোস্বামী, সহ সভাধিপতি বীণা মণ্ডল, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ, বারাসাতের চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, মদ্যমগ্রামের চেয়ারম্যান নিমাই ঘোষ, নিউ ব্যারাকপুরের চেয়ারম্যান প্রবীর সাহা সহ কাউন্সিলারগণ। যাত্রা জগতের সাথে জড়িত কলাকুশলীরা পুরস্কৃত হন।
বারাসাতে যাত্রা উৎসব
0%

















