ব্যবসায়ী সমিতির স্বেচ্ছায় রক্তদান মধ্যমগ্রামে
দাবদহ লাউভ, মধ্যমগ্রাম, ইন্দ্রাণী সেনগুপ্তঃ রক্ত দান মহৎ দান, একজন মানুষের স্বেচ্ছায় দান করা রক্ত বাঁচাতে পারে বহু মানুষের জীবন। রক্তদান মানে জীবনদান। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু ও মুমূর্ষু রুগির জীবন বাঁচাতে প্রয়োজন পরিমিত রক্ত। আর সেই জীবন দান স্বরূপ রক্তের ঘাটতি পূরণ করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে সারা বছর ধরে চলে রক্তদান, যা এখন এক মহৎ উৎসবে পরিণত হয়েছে। এক অর্থে পূণ্যস্নানও বটে, মক্কা-মদিনা থেকে কেদারনাথ, বদ্রীনাথ বা জেরুজালেম দর্শনের মতো বিনামূল্যে রক্তদান করে মানুষের জীবন বাঁচানোর মধ্য দিয়েও পুণ্যতা অর্জন করা যায়। কারণ প্রতিটি মানুষের মাঝেই ঈশ্বরের বাসভবন। আর সেই রক্তের অভাব মেটাতে স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছে উত্তর ২৪ পরগণা জেলায় মধ্যমগ্রামের লক্ষ্মী নারায়ণ ব্যবসায়ী কল্যাণ সমিতি। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, পুর পারিষদ প্রধান নজরুল ইসলাম, পুর প্রতিনিধি মাস্তুরা সাহানি, পুর প্রতিনিধি মমতা রায় সেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আব্দালপুরের লক্ষ্মী নারায়ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এটাই তাদের প্রথমবর্ষ।

















