ছোটোদের মিষ্টিকথা পত্রিকা প্রকাশ ও পুরস্কার প্রদান
দাবদাহ লাইভ,বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগনা, বারাসাত, হাটখোলা,স্বয়ম্ভু প্রেক্ষাগৃহে দীপাবলির প্রাকমূহুর্তে ১১/১১/২৩ অনুষ্ঠিত হল “ছোটোদের মিষ্টিকথা”পত্রিকা প্রকাশ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি থেকে আগত পঞ্চাশ জনের অধিক কবি, সাহিত্যিক, শিল্পী, ছড়াকার। বিশেষ অতিথি রূপে আলোকিত করেন বিশিষ্ট শিশু সাহিত্য গবেষক, প্রাবন্ধীক, উপন্যাসিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি প্রকাশ করেন “ছোটোদের মিষ্টিকথা” পত্রিকা। সঙ্গে ছিলেন অধ্যাপক, বিশিষ্ট ছড়াকার অবশেষ দাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষক, সাহিত্যিক লক্ষ্মীনারায়ন চক্রবর্তী। জগদীশ মণ্ডল রচিত ছড়াগ্ৰন্থ “ছড়ার ডানায় উড়ি” প্রকাশ করেন প্রাবন্ধীক অধ্যাপক অবশেষ দাস। সম্পাদক জগদীশ মণ্ডল বলেন, শিক্ষা গড়ে দেশ সাহিত্য পরিবেশ। শিক্ষা আনে চেতনা, সাহিত্য আনে প্রগতি। উত্তর ২৪ পরগণায় একমাত্র শিশু পত্রিকা ছোটোদের মিষ্টিকথা, যেটি নিয়মিত প্রকাশ হয়ে চলেছে কোন সরকারী বিজ্ঞাপন ছাড়া। অনেক পত্রিকা প্রকাশ পেয়েছিল। কিন্তু “ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো” বেশি দিন সম্ভব হয়নি। তবু টিঁকে আছে মিষ্টিকথা। ছোটোদের শিশু সাহিত্যে টেনে আনার প্রয়াসে। শিশু সাহিত্যিক তৈরি করার জন্য। শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য ড. গৌর সেন পান “বিদ্যুৎপ্রভা চক্রবর্তী” স্মৃতি পুরস্কার, সাহিত্য সংগঠক সুবল চন্দ্র নস্কর পান “রেখা চক্রবর্তী” স্মৃতি পুরস্কার, কবি, প্রাবন্ধীক অনুকূল মণ্ডল পান “মা দুর্গা স্মৃতি”পুরস্কার। ছোটোদের মিষ্টিকথা পত্রিকার তরফ থেকে পুরস্কার তুলে দেন সভাপতি লক্ষ্মীনারায়ন চক্রবর্তী ও পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ ভাবে সন্মাননা প্রদান করা হয় ১০ জনকে। টুডে কলকাতা নিউজ আমন্ত্রিত ছিলেন। সংগীত পরিবেশন করেন তুলসী মণ্ডল ও শতরূপা মণ্ডল। নৃত্য পরিবেশন করেন আঁখি মন্ডল। সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন নীতিবিকাশ ঘোষ। কবি, সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠে অংশ নেন দুলাল সুর, গৌর সেন, তৃপ্তি ভট্টাচার্য, সুকান্ত রায়, চঞ্চল কুমার মণ্ডল, পরিমল রায়, সুমাল্য মৈত্র, প্রদীপ কুমার রায়, শান্তনু অধিকারী, কার্তিক দাস, মায়া ভট্টাচার্য্য, অমিত চট্টোপাধ্যায়, শুভেন্দু বিকাশ মণ্ডল, তারকনাথ সাহা, মেখলা ঘোষদস্তিদার, গীতশ্রী মণ্ডল, মিষ্টি মণ্ডল, রীনা মণ্ডল প্রভৃতি।

















