আঞ্জুমানে জমিয়তে উলামার উদ্যোগে রক্তদান
দেশপ্রেম ঈমানের অঙ্গ
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব প্রতিনিধিঃ আঞ্জুমানে জমিয়তে উলামা রন্ধনগাছা শাখার উদ্দ্যোগে ৪র্থ বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বারাসাত মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে রক্ত সংগ্রহ করা হয় এবং ৮৫ জন রক্তদান করেন। এই অনুষ্ঠানে রেণুকা আই হাসপাতালের আই স্পেশালিষ্ট ডাঃ রমজান আলি ও নাইটেঙ্গলের চক্ষু বিশেষষ্ণ ডাঃ মইদুল ইসলাম স্থানীয় ব্যক্তিদের চোখ পরীক্ষা করেন এবং বিনা মূল্যে চশমা প্রদানেরও ব্যবস্থা। মেডিসিন চিকিৎসক ডাঃ অরুণাভ দাস উপস্থিতি বিনাব্যয়ে ৫৯ জন দুস্থ রোগির ডায়াবেটিস, ই সি জি সহ রক্তের বিভিন্ন পরীক্ষা করা। শুশ্রুষা ডায়াগনস্টিক সেন্টার ও স্বস্তী মেডিক্যাল গ্রুপ বারাসাত শাখা থেকে এরিয়া ম্যানেজার মহঃ গোলাম মোস্তফা সহায়তায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়; এই অনুষ্ঠানে ৫০ জন দুস্থ পুরুষ মহিলাদের কম্বল দেওয়া হয়। এই সমস্ত অনুষ্ঠানের নির্দেশনায় আঞ্জুমানে জমিয়তে উলামা সর্বভারতীয় সম্পাদক পীরজাদা সানাউল্লা সাহেব, আমডাঙ্গা অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত সমাজ সেবী নাজমূল হোসেন ও আজান আলি, বিশিষ্ট শিক্ষক কবি ও সমাজসেবী জ্যোতিষ গোবিন্দ জানা, সমাজ সেবী প্রণব ঘোষ ও রহমত উল্লা পাপ্পু। দক্ষতার সাথে সঞ্চালনা করেন আঞ্জুমানে জমিয়তে উলামা দায়িত্বপ্রাপ্ত মহঃ আলামিন হোসেন। অন্যতম সমাজসেবী নাজির মন্ডল। পরবর্তীতে সান্ধ্য কালীন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রসঙ্গতঃ সম্পাদক বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ; মানব কল্যাণ-ই ইসলামের মূল পথ। ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পাদনের মাধ্যমে জনকল্যাণ কাজে সকলের ব্রতী হতে হবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করতে হবে, যা হজরত মহম্মদ (সাঃ)-এর বাণী। এই অনুষ্ঠানের অন্যতম মুখ্য ভূমিকায় রিয়াজুল ইসলাম, মহঃ হাফিজ মণ্ডল, মহঃ আনসার মণ্ডল, আহসান মণ্ডল, মোজাফফর মণ্ডল প্রমুখ। অনুলিখনে- নীতিবিকাশ ঘোষ, বারসাত প্রেস ক্লাব।

















