হেরিটেজ প্রদর্শনী ও আলোচনা বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, সৌমাল্য মৈত্রঃ মানুষ বর্তমানে ক্রমশই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। বিভিন্ন মনীষীদের বাড়ি থেকে শুরু করে অনেক ঐতিহাসিক স্থান আজ অনাদরে অযত্নে পড়ে আছে। এই বিষয়ে নিয়ে হারিয়ে যাওয়া বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ঐতিহ্য মন্ডিত জায়গার ওপরে চিত্র প্রদর্শনী ছাড়াও শুরু হয়েছে World Heritage WEEK এই বিষয়ে এক আলোচনা সভা শুরু হয়েছে উনিশে নভেম্বর থেকে বারাসাতের রবীন্দ্র ভবনের নীচের হলে। এক এক দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা সভা / স্লাইড শো / সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ইতিহাসের অনেক হারিয়ে যাওয়া বিষয় উঠে আসছে এই আলোচনা সভায় ।চন্দ্রকেতুগড় ছাড়াও বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংস্কৃতি নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে নিয়মিত ।আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য মন্ডিত চিত্র প্রদর্শনীও। ইতিহাস প্রেমিক গৌতম দের উদ্যগে সাতদিনের এই প্রদর্শনী এবং আলোচনা সভায় দূর্ভাগ্য হলেও তেমন কোনো মানুষের উপস্থিতি চোখে পড়েনি বলে জানান গৌতম দে।তাও হারিয়ে যাওয়া বিভিন্ন সময়ের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তার এই প্রচেষ্টার মধ্যে দিয়ে যত্নে লালিত হচ্ছে এবং ঐতিহ্য সংরক্ষণের নেশা তিনি দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন প্রজন্মের মধ্যে। আলো পড়ুক এই প্রচেষ্টার ওপরে। মানুষ সচেতন হোক ঘুম ভাঙুক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাঁচুক এই শুভ প্রচেষ্টার হাত ধরে।

















