ভক্তের ঢলে ঠাসা নৈহাটির বড় মা
দাবদাহ লাইভ, নৈহাটি, হিরণ ঘোষালঃ শত বর্ষের নৈহাটি কালিবাড়ি হাজার হাজার মানুষের ভিড় প্রমাণ করে শতবর্ষ মা তাঁর জায়গায় অবস্থান ঠিক কতটা। বড় মা আমাদের আবেগের সাথে যুক্ত। মা আমাদের ভালোবাসার চিন্তন এবং মননের মধ্যে দিয়ে উঠে আসা শতবর্ষের বড় মা। হাজার হাজার মানুষ ঢল প্রমান করে নৈহাটি বড় মায়ের স্বার্থকতা । কথিত আছে মা কাউকে খালি হাতে ফেরান না। ভক্তরা মায়ের কাছে প্রার্থনা, মানত করে মা সেটা মঞ্জুর করেন। আমরা কথা বলেছিলাম কিছু মানুষের সাথে যারা ধানবাদ, দূগাপুর, বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর, বনগাঁ, কৃষ্ণনগর, শিলিগুড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের ঢল প্রমান করে নৈহাটি বড় মা স্বার্থকতা। কষ্টিপাথরের প্রতিষ্ঠিত বড় বড় মা নতুন ভাবে সোনার অংলঙ্কারে ভূষিত এবং ভূষিতা এক অনন্য মাতৃ মুর্তি আজ প্রত্যক্ষ করালাম। মায়ের মূর্তি আমরা ক্যামেরায় ফ্রেমবন্দি করতে পারিনি তবে মন্দিরে বাহ্যিক আবহ ধরা পড়েছে। মানুষের আবেগ উচ্ছাস প্রমান করে মায়ের অবস্থান ঠিক কতটা। স্বর্ণ অলংকার ভূষিতা অপরুপা মায়ের মূর্তি থেকে আমরা মুগ্ধ। মা অন্যনা, মা অপরুপা, নৈহাটি বড় মায়ের মন্দির।

















