নৈহাটির বড়মা শিলিগুড়িতে পূজিত
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ ধর্ম যার যার বড় মা সবার, নৈহাটির বড়মাকে দেখতে শিলিগুড়িতে দর্শনার্থীদের উপচে পড়ছে ভিড়। নৈহাটিতে বড়মার ১০০ বছরের পুজোতে এ বছর পদার্পণ করেছে। বিশাল আড়ম্বরে মা পূজিত হচ্ছেন। শিলিগুড়িতেও বড়মার পূজো হচ্ছে। শিলিগুড়ির পাল পাড়ার মহামায়া ক্লাবে এবার বড় মা পুজিত হচ্ছেন। নৈহাটির বড়মার আদলে তাদের মূর্তি তৈরি হয়েছে, উদ্বোধনের দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়ছে ভিড়। বড় মাকে একবার দেখে নতমস্তকে প্রণাম করতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছেন মন্ডপে। সন্ধ্যা বেলায় সেই চিত্রই দেখা গেল সংলগ্ন ক্লাবের মন্ডপে। কেউ নতমস্তকে প্রণাম করছেন, কেউবা মোবাইলের ক্যামেরা অন করে বড়মার ছবি ক্যামেরাবন্দি করছেন।

















