শত বর্ষ মাতার জন্মদিন উদযাপন
দাবদাহ লাইভ, সোদপুর, শ্যামল কর ও রিজু অধিকারীঃ একে ছট পুজোর বিশাল ধুমধাম তারপর ভারত অস্ট্রেলিয়া খেলা বাড়তি পাওনা মায়ের ১০০ বছর পূর্তি উপলক্ষে জন্মদিন পালন করা। পালিত হলো মহাসমারোহে উত্তর ২৪ পরগণা জেলার সোদপুর জয়প্রকাশ নগরে অর্থাৎ গির্জার সন্নিকটে সাঁই বাবার আশ্রমের ঠিক কাছেই বড় পুত্র জীবন অধিকারীর মহীয়সী মাতা তার ১০০ বছর পূর্তি উপলক্ষে শুভ জন্মদিন অনুষ্ঠান। জীবন অধিকারী বড় পুত্র পরিবারের অধিকর্তা তিনি এবং তাঁর দুই পুত্র বিশ্বজিৎ অধিকারী এবং অভিজিৎ অধিকারী কে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। সত্যি ভাবতে অবাক লাগে এখনো যৌথ পরিবারে এরকম আনন্দ ফুর্তি এবং ভালোবাসা বজায় রয়েছে। সুসজ্জিত বাড়িতেই গিয়ে দেখা গেল মিনা অধিকারী মহাশয়া বসে আছেন রাজ সিংহাসনে মাথায় সোনার মুকুট যেন কোন সাম্রাজ্যের সম্রাজ্ঞী। আর তাকে ঘিরে নাতি-নাতনি বৌমা গন আত্মীয় পরিজন পাড়ার প্রতিবেশী সকলেই এই হট্টগোলে ব্যস্ত। সকলের হাতে সুন্দর সুন্দর গিফট এবং তা নিয়ে সরাসরি সকলের অতি প্রিয় ঠাকুমা, কাকিমা, আত্মীয় পরিজন এবং পাড়ার আমন্ত্রিত ব্যক্তিগণ তাঁর হাতে তুলে দিচ্ছেন সকলে। এবং দিব্যি সুন্দর কথা বলছেন সকলের সঙ্গে হাসছেন এবং আনন্দ মুখর অনুষ্ঠানে কিছুটা হাঁটলেন, সব দেখলেন। চলছে একদিকে কফির আয়োজন আরেক দিকে ফুচকার আয়োজন অন্যদিকে চলছে ব্যান্ড বাদ্য আর বহুতল বাড়িতে সকলের আপ্যায়নের ব্যবস্থা। এমন বিরল দৃশ্য খুব কম চোখে দেখা যায় বিভিন্ন সাংবাদিকদের ভিজে ঠাসা ছিল বাড়িটি। জীবন বাবুর পুত্র বিশ্বজিৎ জানালেন তার ঠাকুমার ইতিকথা। পূর্বে কোথায় থাকতেন পরবর্তীকালে কোন জায়গায় তারপর ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের সোদপুর গির্জার কাছে নিজেই জমি কেনেন এবং এখানে বাড়ি স্থাপন করেছিলেন। যৌথ পরিবারকে নিয়ে তিনি এখনো আগলে রেখেছেন ঠিক মায়ের স্নেহে। অতীব সুন্দর এমন একটি বিরল দৃশ্য সত্যি আশ্চর্যজনক সার্থক হোক জীবন বাবুর পরিবারের সকল সদস্য সদস্যদের এবং আত্মীয় পরিবারের ভালোবাসা এবং আত্মীয়তা। তাঁর অর্থাৎ জীবন বাবুর দুই পুত্র বধূর মধ্যে অনিন্দিতা অধিকারী জন্ম দিবস উপলক্ষে সবকিছু হাসিমুখে জানালেন সংবাদ মাধ্যমকে, পাশে ছিলেন লক্ষণ মজুমদার শাস্ত্রী সন্তান-সন্ততি তাঁর পরিবার, রিজু অধিকারী বিশ্বজিৎ বাবুর বড় পুত্র ও দুই নাতনি।

















