হেরিটেজ সপ্তাহ পালন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষাল ও পুষ্পেন্দু মজুমদারঃ ওয়াল্ড হেরিটেজ উইক বারাসাত রবীন্দ্র ভবনে সেমিনার আলোচনা ও চিত্র প্রদর্শনী চলছে। জেলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে আমাদের আবেদন থাকল এই প্রর্দশনী তে আপনারা আসবেন। কিছু মূল্যবান ছবি এখানে সংরক্ষিত করা আছে এটা আমাদের জেলার কাছে গর্ব। বিশেষ কর গোরবডাঙা রাজবাড়ী, ধ্যানকুড়িয়া রাজবাড়ী, হাসানবাদের টাকি রাজবাড়ী, আজাদ হিন্দ ফৌজের তাদের গনহত্যা বলে খ্যাত সেটা সাহেব বাড়ি নামে খ্যাত, ধ্যানকুড়িয়া গাইন পরিবারের রাজবাড়ী, দমদমের ক্লাইভ হাউস নাগেরবাজ, গোরবডাঙা কওঙ্গন হাউস ও বাউর, বাংলা অভিনয় জগতের এবং চলচিত্রের জগতের প্রবাদ প্রতিম পুরুষ ছবি বিশ্বাসের বাড়ি এক সনাতন ঐতিহ্য উত্তরাধিকার বহন করে।

















