বিবেকানন্দ সেবা ট্রাস্টের ভাই ফোঁটা
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ উত্তর ২৪ পরগনা বিবেকানন্দ সেবা ট্রাস্টের আয়োজনে, বারাসাতের রথতলা মাঠে সামহিক ভাইফোঁটার কার্যক্রমে সমাজের বিভিন্ন স্তরের সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ সহিত ১৪৩ জন ছোট ছোট ভাই-বোনেরা অংশগ্রহণ করেছেন, সমাজের সর্বস্তরের এই উদ্যোগ প্রশংসার পাত্র হয়েছে। সব স্তরের সবাইকে উত্তর ২৪ পরগনা বিবেকানন্দ সেবা ট্রাস্টের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।
বিবেকানন্দ সেবা ট্রাস্টের ভাই ফোঁটা
0%

















