গোবরডাঙ্গায় স্বপ্নচরের ফেরি থিয়েটার ফেস্টিভেল
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তীঃ ১৮ নভেম্বর গোবরডাঙ্গা শিল্পায়ন ষ্টুডিও থিয়েটার হলে স্বপ্নচর-এর ভ্রাম্যমান নাট্যোৎসব ফেরি থিয়েটার ফেস্টিভেল অনুষ্ঠিত হয়। নাট্যোৎসবে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল, নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, সোমা মজুমদার প্রমুখ। উপস্থিত বক্তারা সুস্থ সংস্কৃতি চর্চায় স্বপ্নচর-এর ভূমিকা উল্লেখ করে তাদের উচ্ছ্বসিত প্রশংসা করে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এলারামের ঘড়ি, পুতুল নাচ ও ছাঁচ ভাঙার গান নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যমোদী দর্শক সাধারণের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

















