অভিনব ভাই ফোঁটা পরিবর্তনের উদ্যোগে
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ ভাই ফোঁটাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের উদ্দ্যোগে এক অভিনব উপায়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দিদিরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাই ফোঁটা দিলেন। আর মন্ত্র উচ্চারণে এক অভিনব মেল বন্ধন ঘটালেন দিদিরা। ‘ভাই এর কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা’। উল্লেখ্য, প্রতি বছরই এই সংস্থা বারাসাত শহরে এই আয়োজন করে। এবারে নিউ বারাকপুরের মিতা ও ইছাপুরের শ্বেতা ঘোষাল সহ আরো অনেকেই এসেছিলেন এই ফোটা দিতে। আর এখানে এসে এক অভিনব আবেগ ও অনুভূতি সঞ্চিত হয় যা সারা বছরে আমাদের সমাজে প্রেরণা জোগায় বলে সকলেই জানালেন।

















