Banner Top

দাসপাড়া অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পূজা

           দাবদাহ লাইভ, ব্যারাকপুর, ক্যামেরায় সৌমজিৎ আদক ও রিপোর্টার শ্যামল করঃ  ঠিক যেন উত্তর ২৪ পরগনার জেলা শহর বারাসাত আর সকলেই জানে শ্যামা পূজা মানেই বারাসাত। কিন্তু তা নয় বারাসাত এবং বারাকপুর পরস্পর অঙ্গাঙ্গি ভাবে যুক্ত সরাসরি বারাসাত টাউন থেকে বারাকপুর টাউন একই বাসে যাওয়া আসা করা হয়। বারাসাতের মতোই উপচে পড়া ভিড় বারাকপুর চিড়িয়া মোড় থেকে শুরু করে একদম বারাকপুর সদর বাজার থেকে শুরু হলো সেই জনসমুদ্রের ভিড়ে ঠাসা শ্যামা পূজার উৎসব প্রাঙ্গন গুলো।  বড় বড় দীর্ঘ লাইন পুলিশ প্রশাসন এবং ভলেন্টিয়ারদের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালিত হচ্ছে শ্যামা পূজার উৎসবমুখর দিনগুলো। মনিরামপুর মহাদেবানন্দ কলেজ পার হয়ে খানিকটা এগুলোই বাঁদিকে দাসপাড়া অ্যাথলেটিক ক্লাব। আর এই ক্লাবে চলছে দীর্ঘ পাঁচ দিনব্যাপী বৃহৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দুষ্টুদের সাহায্য ইস্কুলের ছেলেমেয়েদের বই সামগ্রী প্রদান শুধু তাই নয় তার চেয়ে প্রত্যেক সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। যা এলাকাবাসী টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখে থাকেন সেই সব দৃশ্যগুলো তারা স্বচক্ষে উপভোগ করছেন এই দাসপাড়া এথলেটিক ক্লাব প্রাঙ্গণে।  শ্যামা পূজার মন্ডপে মোমবাতি প্রজ্জলন করেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং, সঙ্গে ছিলেন ক্লাব সভাপতি বিবেক সিং এবং সম্পাদক স্বপন দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গগণ। প্রদীপ প্রজননের পর তিনি মঞ্চে যান এবং সেখানে তার বক্তব্য পেশ করেন এবং সকলে তাকে ব্যাচ উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। অর্জুন সিং ক্লাব কর্তৃপক্ষ কে উৎসাহ দেন ওসি প্রশংসা করেন তাঁদের এই কর্মকাণ্ডের জন্য।  এরপর শুরু হয় সান্ধ্য  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে র মূল পর্ব শুরু হয়  চন্দন সাহা এবং পিংকি পাল । তাঁদের ডান্স  মধ্য দিয়ে, সনি এন্টারটেইনমেন্ট এর জি বাংলা খ্যাত ৪৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৪ জন ছাত্রছাত্রীর উপস্থিতিতে গোল্ডেন গার্লস এর উপস্থাপনায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং বিচিত্রা অনুষ্ঠান উপস্থাপিত হয় দাসপাড়া অ্যাটলেটিক ক্লাব শ্যামা পূজার প্রাঙ্গণের মুক্তমঞ্চে। মোট ইভেন্ট ছিল 32 টি ইভেন্টের মধ্যে ছিল বিভিন্ন নৃত্য যার পরিচালনা ছিলেন তিনটি পাল কোরিওগ্রাফার এবং প্রধান শিক্ষিকা। তিনি জানেন বোম্বের সনি এন্টারটেইনমেন্ট আয়োজিত এক বিশেষ অনুষ্ঠান indian got talent এ তাঁরা যোগদান করেছিলেন, এবং সেখানে ফাইনাল  রানার্স আপ হয়েছিলেন তাঁদের দল। এই গোল্ডেন গার্লস এর প্রধান উদ্যোক্তা এবং কোরিওগ্রাফার দুজন হলেন মিঠুন সাহা এবং মন্ডল। এছাড়াও চন্দন সাহার সহযোগিতায় কলকাতার এবং উত্তর ২৪ পরগনা নদীয়ার বিভিন্ন অনুষ্ঠান। প্রত্যেকের পারফরমেন্স ছিল ছিলো অসাধারণ, তন্মধ্যে পৃথ্বীশ পাল সপ্তম শ্রেণীর ছাত্র এবং প্রিয়স্মিতা কর শিশু শিল্পী পুরো স্টেজ রেখেছিল। পরপর বাংলা এবং হিন্দির নৃত্য পরিবেশন করেছিলেন প্রধান শিক্ষিকা পিংকি পাল। এই বিশাল কর্মকাণ্ডের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে ছিলেন এবং যাদের সহযোগিতা ছিল তন্মধ্যে, ক্লাবের সভাপতি বিবেক সিং, স্বপন দাস সেক্রেটারি, গৌতম ব্যানার্জি সহ-সভাপতি,  সনৎ কুমার রায়,  রঘুনাথ চ্যাটার্জি, চুনিলাল ঘোষ, গৌতম ঘোষ, সুখেন দাস, সি এল ঘোষ ছাড়াও ছিলেন আরো বহু ব্যক্তিত্ব বর্গ। বিবেক সিং সভাপতি জানান দাসপাড়া অথেন্টিক ক্লাবের এই সাঙ্গা পুজো এ বছর ২০২৩-এ ১১১ বছরে পদার্পণ করলো। ক্লাবের সভাপতি বিবেক সিং সংবর্ধনা তুলে দিচ্ছেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং কে।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

দাসপাড়া অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পূজা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment