পত্রিকা ও কাব্যগ্রন্থ প্রকাশ
দাবদাহ লাইভ, গোবরডাঙ্গা, বাসুদেব সেনঃ সম্প্রতি গোবরডাঙা গবেষণা পরিষদে ঊষসী সাহিত্য পত্রিকার ৩৩ বর্ষ উৎসব সংখ্যা – ১৪৩০ প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সাংবাদিক সুদিন গোলদার সহ উত্তর ২৪ পরগনা সাহিত্য আকাদেমি-র সভাপতি অরুণ কুমার পাল এবং সম্পাদক তাপস কুমার সরকার, গবেষণা পরিষদের দীপক কুমার দাঁ, বাসুদেব মুখোপাধ্যায় প্রমুখ। এছাড়া এদিন অনিল দেবনাথের কাব্যগ্রন্হ ‘অনামিকার লাবণ্যপ্রভা’ প্রকাশিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনায় কবিতা পড়া ও কবিতা পাঠ দু’টির ভিন্নতা আছে বলে উঠে এসেছে। শুধু নাম কেনার জন্য লিখে খ্যাতি লাভ করা বিড়ম্বনায় ফেলে বলে অভিমত। শুধু পড়া নয়, বাস্তবিক জীবনে মেলামেশার প্রয়োজনীয়তা সকলে উপলব্ধি করেন। সাহিত্যে লিটল – মিডল ও বিগ ভাগ নয় বলে অভিমত প্রকাশ করেন। দেশ ও জাতির শাসকদের ভয়ে বর্তমান সময়ের প্রেক্ষিতে উদ্ভাবনী লেখা সেভাবে উঠে আসছে না বলে আলোচনায় অভিমত প্রকাশ করেন। উপস্থিত লেখক লেখিকারা অনেকেই কবিতা পাঠ করেন। ঊষসী পত্রিকার সম্পাদক ভাস্কর মণ্ডল সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

















