Banner Top

সাত জেলায় গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা  

         দাবদাহ লাইভ, হিরণ ঘোষালঃ  ইউনিসেফ এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের স্যানিটেশন সেলের উদ্যোগে গঙ্গা তীরবর্তী জেলাগুলিকে নিয়ে রাজ্য স্তরের সেমিনারের আয়োজন করা হয়েছে। গঙ্গা অ্যাকশন প্ল্যান এর অন্তর্গত রুরাল স্যানিটেশন এ মোট সাতটি জেলা পড়ছে। এগুলি হল – মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদীয়া, হুগলি, হাওড়া এবং সাউথ ২৪ পরগনা। সাতটি জেলার ৪৬টি ব্লক এবং ২২৪টি গ্রাম পঞ্চায়েত ও  ২০৩৮টি গ্রাম এই গঙ্গা অ্যাকশন প্ল্যান এর অন্তর্গত। এই আলোচনা সভার উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।  উপস্থিত ছিলেন ডঃ  পি উলগানাথন (আইএএস), সচিব, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর; সন্তোশা গুব্বি রামচন্দ্রন, আইএফএস, অতিরিক্ত সচিব ও এমডি, SBM-G; প্রভাত কুমার , ইউনিসেফ ও প্রজ্ঞা ভারতী, ইউনিসেফ, পার্থ চক্রবর্ত্তী , যুগ্ম সচিব, প্রতিপ মণ্ডল, যুগ্ম সচিব আর জেলা থেকে আগত অতিরিক্ত জেলা শাসক, এসডিও, বি ডি ও, সভাপতি সহ চন্দ্রহাটি – ১ ও ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাত জেলায় গ্রামীন স্বাস্থ্য ব্যবস্থা
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment