বিশ্ব রোগ উৎস নির্ণায়ক দিবস পালন বারাসাতে
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব প্যাথোলজি দিবসে এক অনুষ্ঠানে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে প্যাথোলজি এবং ল্যাব মেডিসিন পরিষেবার গুরুত্ব বিষয়ে আলোচনা করলেন স্থানীয় রোগ উৎপত্তি বিশেষঞ্জ ডঃ গোপেশ্বর মুখার্জী। স্থানীয় ভাবে ব্যাঙের ছাতার মত গঁজিয়ে ওঠা রোগ নির্ণয় কেন্দ্রগুলি কোন নির্দিষ্ট পরিকাঠামোগত মানদন্ড ছাড়াই বহাল তবিয়তে পরিষেবা দিচ্ছে বলে অভিযোগের সুরে তিনি জানান। উল্লেখ্য, প্রতি বছরে ৮ই নভেম্বর ২০২৩ বিশ্ব প্যাথোলজি দিবস হিসাবে পালিত হয়। আন্তর্জাতিক প্যাথলজি দিবসের (আইপিডি) এবারের থিম ‘রোগের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নিরুপণ’।













