Banner Top

মহাসমারোহে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মিলনী

দাবদাহ লাইভ, ব্যারাকপুর, শ্যামল কর, নিশীথ দাস ও প্রশান্ত সাহাঃ   সম্প্রতি, রাজ্যের সাথে উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমার সমষ্টি উন্নয়ন ২ এর অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় পালিত হলো বিজয়া সম্মেলন অনুষ্ঠান। গ্রাম পঞ্চায়েত সংলগ্ন উদ্যানে মোহনপুরের এলাকা বাসি সহ পঞ্চায়েতের কর্মীবৃন্দ পঞ্চায়েতের স্বাস্থ্য কর্মীবৃন্দ পঞ্চায়েতের আধিকারিকগণ এবং সর্বোপরি সমস্ত সদস্য সদসাগনের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো।   উক্ত অনুষ্ঠানের মূল বিষয় সম্পর্কে নির্মল কর মহাশয় পঞ্চায়েত প্রধান জানান, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই বিজয়া উৎসবের আয়োজন এবং তার দিকে দিকে পালিত হচ্ছে। আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে 44 টি দুর্গোৎসব পালিত হয়েছে এইবার। যে সমস্ত পুজো কমিটিগুলো পুজো পরিক্রমায় এবং বিভিন্ন দিক থেকে প্রথম থেকে শুরু করে দশম পর্যন্ত স্থান অধিকার করেছে সেইসব পুজো কমিটি গুলিকে আমরা পুরস্কার প্রদানের ব্যবস্থা করেছি।  আর সেইসব ক্লাবের সম্পাদক এবং সভাপতির সাথে আমরা সেসব পুরস্কার গুলো তুলে দেবো।  দিকে দিকে দুর্গোৎসব সুন্দর এবং সার্থক ভাবে পালিত হয়েছে। দুর্গোৎসব বাঙ্গালীদের এক বড় উৎসব। এখানে কোনোও জাতিভেদ নেই, আজ আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, জেলার কর্মাধ্যক্ষ এবং কার্যনির্বাহী আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত আছেন সব্যসাচী বিশ্বাস উপ প্রধান, শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুন কুমার ঘোষ এবং সোমা মালিক ও উপ প্রধান এই পঞ্চায়েতের সেক্রেটারি বিপ্লব কুমার বর্মন, ফাল্গুনী ভট্টাচার্য করনিক, বিধান পাল কার্যনির্বাহী সহায়ক,  বলরাম সরকার বড় বাবু,  পঙ্কজ বিশ্বাস  জেলা পরিষদ মোহনপুর এবং শিউলির 2 এর ব্লক সভাপতি, তন্ময় পোড়েল কৃষি কর্মাধ্যক্ষ, নজরুল বিশ্বাস, জিপি প্রমূখ। পঙ্কজ বিশ্বাস জেলা পরিষদ তাকে পল্লবী সরদার সদস্যা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে সম্মাননা প্রদান করেন, প্রত্যেক সম্মানীয় ব্যক্তিবর্গকে ব্যাজ এবং উত্তরই দিয়ে পঞ্চায়েতের তরফ থেকে বরণ করে নেওয়া হয়। ছোট্ট শিশু শিল্পী রাজশ্রী দাস আবাহনী সংগীত দিয়ে অনুষ্ঠানের মাত্রা অন্যদিকে নিয়ে যায়। এরপর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় সম্মেলন উপলক্ষে বক্তব্য রাখেন মঞ্চে অরুন কুমার ঘোষ, সব্যসাচী বিশ্বাস, সোমা মালিক, সর্বোপরি মোহনপুর পঞ্চায়েত প্রধান নির্মল কর। 

মহাসমারোহের মোহনপুর গ্রাম পঞ্চায়েতে বিজয়া সম্মিলনী
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment