বঙ্গ সাহিত্য সম্মেলন ২০২৩ বর্ধমানে
দাবদাহ লাইভ, বর্ধমান, সৌমাল্য মৈত্রঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর শাখার আয়োজনে চব্বিশ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয় প্রাঙ্গনে। বিভিন্ন শাখার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন মোট সাড়ে তিনশো শাখা। তবে একটা কথা না বললেই নয় দেশবন্ধু মহাবিদ্যালয়ে প্রাঙ্গনে যেখানে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ২৪তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার আশেপাশে এবং মহাবিদ্যালয় প্রাঙ্গনের ভেতরে কোনো এম্বুলেন্স, দমকল বা চিকিৎসক টিম নেই বলে আগত প্রতিনিধিরা জানালেন। হটাৎ করে কোনো প্রতিনিধি অসুস্থ বোধ করলে নুন্যতম চিকিৎসা পরিসেবাও এখানে মিলবে না বলে উপস্থিত প্রতিনিধিদের একাংশের অভিমত। এই ব্যাপারে আরও সচেতন হতে হবে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সাথে যুক্ত কর্তা ব্যক্তিদের বলেও তারা জানালেন। সকালে বিভিন্ন শাখার প্রতিনিধিরা প্রভাত ফেরী করেন এবং সংগঠনের পতাকা এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয় । ভারতবর্ষের সাহিত্যের জগতে সর্ববৃহৎ সাহিত্য সংগঠন হচ্ছে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। নতুন নতুন প্রতিভাও উঠে আসার মঞ্চ এবং বাংলা সাহিত্য সংস্কৃতির জগতে আরও নতুন নতুন কাজের জন্য এই সংগঠন ভাবনা চিন্তা করে চলেছেন নিরন্তর। তবে রাজ্য সম্মেলনের প্রাঙ্গনে আপৎকালীন হিসেবে দমকল বাহিনী ও চিকিৎসক টিম ও এম্বুলেন্স রাখাও উচিত। এই দিকটায় এখনো সেই ভাবে নজর দেওয়া হয় না; আগামীদিনে এ ব্যাপারে নজর দেওয়া হবে বলে কর্মকর্তাদের আশ্বাস মিলল।

















