Banner Top

চীনের হোটেলের আদলে লুমিনাস পুজো মণ্ডপ

                    দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ   শিলিগুড়ি  কল্যাণী লুমিনাস ক্লাব এই বছর দুর্গা পুজোয় তাক লাগিয়ে দিয়েছিল। চীনের একটি বিলাসবহুল হোটেলের আদলে তৈরি করা হয়েছিল মন্ডপ। দুর্গাপূজো শেষ হয়ে গেলেও সেই পুজোর মণ্ডপ দেখতে পাওয়া যাবে শিলিগুড়িতে। প্রসঙ্গত দুর্গা পূজোর ক্ষেত্রে রীতিমতো লুমিনাস ক্লাব টেক্কা দিয়েছিল কলকাতার ক্লাব গুলিকে। নদীয়া তো বটে ই আরো অন্যান্য জেলা থেকেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন এই পুজো মণ্ডপ দেখতে। চীনের একটি বিলাসবহুল হোটেলের আদলে তৈরি মন্ডপ রীতিমত নজর কেড়েছিল দর্শনার্থীদের। এই মন্ডপ দেখে দর্শনার্থীরা রীতিমতো হতবাক হয়ে পড়েছিলেন। এবার এই মন্ডপ দেখতে পাওয়া যাবে শিলিগুড়িতে। শিলিগুড়ির হাকিম পাড়ার তরুণ সংঘ ক্লাবে দুর্গা পুজোর বিখ্যাত লুমিনাস ক্লাবের মণ্ডপের দেখা মিলবে। এই পুজোর রীতিমতো আকর্ষণীয় পুজো হবে, শহরবাসী উৎসুক হয়ে আছেন এই পুজোকে নিয়ে। প্রসঙ্গত রীতিমত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল সংশ্লিষ্ট লাভ কর্তৃপক্ষকে। পুজোর কয়েকদিন পূজো মণ্ডপে উপচে পড়েছিল ভিড়। কলকাতার  পুজো মণ্ডপ গুলিকে রীতিমতো টেক্কা দিয়েছিল এই লুমিনাস ক্লাবের পুজো মন্ডপ। প্রতিবছরই সংশ্লিষ্ট ক্লাব জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন করে থাকে।

চীনের হোটেলের আদলে লুমিনাস পুজো মণ্ডপ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment