বিজয়ায় দু’ বাংলার সংস্কৃতিক বন্ধন টাকিতে
দাবদাহ লাইভ, টাকি, হিরণ ঘোষালঃ বিজয়ায় দু’ বাংলার সংস্কৃতি বন্ধন টাকির নদীতে মিলেমিশে একাকার। টাকী দত্তপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা রাজবাড়ী ঘাট থেকে নৌকা সহযোগে ইছামতীতে প্রদক্ষিণের সাক্ষী হয়ে নদী বক্ষে তিন ঘণ্টা আবাহনে এক অভিনব অভিজ্ঞতা মিলল। ভারত সহ বাংলাদেশের মানুষের অনুভূতি ও আবেগ নদী বক্ষে মিলেমিশে একাকার আর নতুন সংস্কৃতির উদ্ভব যা অবিস্মরণীয়।
বিজয়ায় দু' বাংলার সংস্কৃতিক বন্ধন টাকির নদীতে
0%

















