Banner Top

কাশিপুরে শারদ উৎসবে নতুন বস্ত্র বিতরণ

                      দাবদাহ লাইভ, কোলকাতা, শ্যামল করঃ   আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারই মধ্যে শুরু হয়ে যাবে রাজ্য জুড়ে বাঙালির সব চাইতে বড় উৎসব দুর্গোৎসব আর এই উৎসবে ধনীদের পাশাপাশি অসহায় দুঃস্থ গরিব মানুষদের দিকে লক্ষ্য রেখে চলেছেন কাশিপুর ২ নং ওয়ার্ডের টিএমসি পরিচালিত নেতৃবৃন্দ। এমনই এক বৃহৎ অনুষ্ঠান দেখা গেল কাশিপুর ২ নং ওয়ার্ডে পার্টি অফিসের সামনে হাজারেরও বেশি অসহায় গরিবদের মধ্যে নতুন বস্ত্র বিতরণের এক বৃহৎ অনুষ্ঠান।  এই অনুষ্ঠানে হাজারের বেশি মানুষের মধ্যে উপস্থিত ছিলেন কাশিপুর বস্ত্র বিতরণ উপলক্ষে অতীন ঘোষ (ডেপুটি মেয়র),তৎসহ মুন্না সিং, দেবিকা ভট্টাচার্য ৩নং ওয়ার্ড, কল্পনা অধিকারী ২ নং ওয়ার্ড মহিলা নেত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সমাজ সেবীগণ।  ডেপুটি মেয়র অতীন ঘোষ তাঁর কাছ থেকে এক প্রশ্নোত্তরে জানান, প্রত্যেক বছর ২নং ওয়ার্ডে কাশিপুর শারদ উৎসবের প্রাক্কালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নানান ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম পরিবেশন করা হয়ে থাকে এবং হয় শুধু দুর্গাপূজা উপলক্ষেই নয় সারা বছরের বিভিন্ন উৎসব দুর্যোগ থেকে সব কিছুতেই। আর এই এলাকার সমগ্র যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অসহায় এবং দরিদ্র তাদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়ে থাকে এছাড়াও শ্যামা পূজার প্রাক্কালে শীতবস্ত্র পরিবেশন করা হবে। বিগত তিনদিন এবং আগামী আরো দুদিনে মোট পাঁচ হাজারের বেশি নতুন বস্ত্র পুরুষ মহিলা শিশু বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে উপহার স্বরূপ দেওয়া হবে। তাদের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে। তবে আমরা যাই করে থাকি না কেন সবই আমাদের মা মাটি সরকারের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে, আমরা উপলক্ষ মাত্র। আমরা সব সময় লক্ষ্য রাখি, এলাকার সকল শ্রেণীর মানুষের সুখ সুবিধার কথা আমাদের এখানকার দায়িত্বে যারা রয়েছেন তারা সারা বছরই সবার সঙ্গে সব কিছুতেই হাতে হাত রেখে চলেন। আর এটাই আমাদের জননেত্রীর বার্তা মানুষের সঙ্গে থাকা মানুষের পাশে থাকা। এছাড়াও ১৫ই অক্টোবর ২০২৩ সন্ধ্যে ছটায় বেলগাছিয়া ২ নং ওয়ার্ডের উদ্বোধন হয়েছে লতা মঙ্গেশকরের ৫০ ফুট উচ্চতায় আবক্ষ মূর্তি। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় কাশিপুর মোটর অ্যাসোসিয়েশন সকল সদস্যবৃন্দ।

কাশিপুরে শারদ উৎসবে নতুন বস্ত্র বিতরণ
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment