জেসিআই নির্ধারিত মূল্যে পাট কিনবে
দাবদাহ লাইভ, কোলকাতা, হিরণ ঘোষালঃ সম্প্রতি কোলকাতা ওয়াই এম সি এ অডিটোরিয়ামে জুট করপোরেশনের এক সাংবাদিক বৈঠকে মেস্তা পাটের প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কমিশনার মলয় চন্দন চক্রবর্তী, জি এম কল্যাণ মজুমদার, এম ডি অজয় জোলে, জয়েন্ট কমিশনার নীরোজ কুলচারী। বাজারে চাহিদা নেই বলে পাট চাষীদের গুজবে কান না দেওয়ার আবেদন রাখেন প্রায় সকলে। কারণ তথ্য বলছে ২০২১ লক্ষ্যমাত্রা ছিল ২৯ লাখ, ২০২২ তা’ ৩১ লাখ ৮২ হাজার আর ২৩এর ছ’ মাসের হিসাবে ২৭ লাখ ৭৯ হাজার অর্ডার হয়েছে। জে সি আই ন্যুনতম মূল্য দিয়ে পাট কেনা বেচা করতে বদ্ধ পরিকর। কিশোর বন্ধু পোর্টাল ও পঞ্চায়েত চিঠি নিয়ে আসতে হবে কিষান ক্রেডিট কার্ড থেকে পাট কিনতে জে সি আই এ কথা বলেন। নির্ধারিত ন্যুনতম সহায়ক মূল্যের কম দামে পাট না কেনা-বেচার পরামর্শ দিলেন কমিশনার। আর কম দামে পাট কেনা বে আইনি বলে ঘোষণা করলেন। রাজ্য এনফোরসমেন্ট পুলিশের মাধ্যমে যাহাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, সেই ব্যবস্থাদি নেওয়া হবে বলে জানান জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী। কেন্দ্র চটের বস্তার বরাদ্য কমাচ্ছে বলে ভিত্তিহীন প্রচার চলছে। চলতি বছরের মতো এবারও চটের বস্তা কিনবে কেন্দ্র। পাট চাষীদের উদ্দেশ্যে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। সর্ব নিম্ন দাম ৪২৭৫ যেন কেউ পাট বিক্রি না করেন সে দিকে নজর রাখার আবেদন করেন। পাটের কুইন্টল প্রতি দাম ধার্য করেছেন ৫৫০০ টাকা জুট কমিশনার; এবারে পাট চাষ বেশী হয়েছে; ব্যবসায়ীদের একাংশ ন্যুনতম সহায়ক মূল্য থেকে কম দামে চাষীদের থেকে পাট কিনছেন বলে জেনেছেন, তাই এই সতর্ক বার্তা বলে জানালেন জুট কমিশনার।
















