সিকিমে ভাঁটা দার্জিলিং-এ জোয়ার পর্যটকদের
দাবদাহ লাইভ, শিলিগুড়ি, সজল দাশগুপ্তঃ সিকিম থেকে ক্রমশ মুখ ফেরাচ্ছেন পর্যটকরা। ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়, তছনছ হয়ে গেছে উত্তর সিকিম। অপরদিকে দার্জিলিং এর পরিস্থিতি কিন্তু একেবারে অন্যরকম। পর্যটক গিজগিজ করছে । মিরিক লেক কিংবা দার্জিলিংয়ের অন্যস্থান হোক পর্যটকদের ভিড়ে গিজগিজ করছে। সিকিমে যখন কার্যত পর্যটক শূন্য। ঠিক বিপরীত চিত্র শৈল শহরে। বিপর্যস্ত সিকিমে যাওয়ার সাহস দেখাচ্ছেন না কোন পর্যটক। তার বদলে পর্যটকরা ছুটে যাচ্ছেন দার্জিলিং, কার্শিয়াং মিরিক সহ অন্যান্য জায়গায়। এমনিতেই পুজোর সময় দার্জিলিং এ পর্যটকদের সমাগম হয়ে থাকে। এবার সিকিম বিপর্যয়ের কারণে পুজোর আগে থেকেই পর্যটকদের ভিড় জমেছে শৈল শহরে। ভিউ পয়েন্ট থেকে ঘুমন্ত বুদ্ধকে দর্শন করবার জন্য পর্যটকদের লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই ঘুমন্ত বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা কে দর্শন করবার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষারত। সিকিম যাওয়ার রাস্তা ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশ তিস্তার গ্রাসে । পূর্ব ও উত্তর যাওয়ার ক্ষেত্রে সরকারের অনুমতি থাকলেও, অনেকেই সেই পথে পা দিচ্ছেন না। বরং তার বদলে দার্জিলিং যাওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন পর্যটকরা । সব মিলিয়ে দার্জিলিং পুজোর আগের থেকেই জমজমাট।

















