কামদুনি কান্ডে সিবিআই তদন্তের দাবিতে বিজেপি-র মিছিলে
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ কামদুনি কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার কামদুনির পথে নামে বিজেপির মহিলা মোর্চা। এদিন দুপুরে কামদুনি বিজেপির মহিলা মোর্চার মিছিল নাঙ্গলপোতা থেকে শুরু হয়ে কামদুনি গ্রামের মোড়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মহিলা মোর্চার সভাধিপতি ফাল্গুনী পাত্রের নেতৃত্বে কয়েক হাজার মহিলা বিজেপি কর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিনের মিছিলে পা মেলায়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির অর্চনা মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা, অসীম সরকার, সুব্রত ঠাকুর সহ বিধায়কগণ। মিছিলের পর বিজেপি মহিলা মোর্চার সভাধিপতি ফাল্গুনী পাত্র ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ম্যাটাডোর গাড়ির উপরে দাঁড়িয়ে পথসভার মাধ্যমে শেষ করে এদিনের কর্মসূচী। কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাল্গুনী পাত্র ও শুভেন্দু অধিকারী বলেন, বঙ্গে নারীদের উপর প্রতিনিয়ত পাশবিক অত্যাচার চালানো হচ্ছে। ধর্ষন করে প্রমাণ লোপাটের চেষ্টায় ধর্ষিতাকে হত্যা করছে ধর্ষকরা। এরপরও পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে ধর্ষকের দল। ধর্ষকদের চিহ্নিতকরন ও তাদের অপকর্মের জন্য যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় ধর্ষকেরা, সেই তদন্তভার সিবিআই-এর উপর দেবার দাবি জানায় এদিন তারা।

















