চুরি যাওয়া বাইক ফেরত পেল মালিক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অভিযোগের ২ ঘন্টার মধ্যে মালিকের হাতে চুরি যাওয়া বাইক তুলে দেয় অশোকনগর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার অশোকনগর থানার অন্তর্গত মাটিয়াগাছা শ্রীকৃষ্ণপুরের বাসিন্দা জাকির হক নামে এক ব্যক্তি শনিবার সকাল ১১টা নাগাদ নুরপুর আদিবাসি পাড়ার খেলার মাঠের পাশে তাঁর মোটর বাইক রেখে নিজ চাষের জমিতে যায় চাষের কাজ করতে। ফিরে এসে বাইকটি না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বাইকটি না পেয়ে অশোকনগর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তল্লাশি অভিযানে নামে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মনিরুল শেখ (২৯) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় বাইকটি। অভিযোগ দায়ের করার ২ ঘন্টার মধ্যে বাইক উদ্ধার করে অভিযোগকারী জাকির হকের হাতে তুলে দেয় অশোকনগর থানার আধিকারিক রাখো হরি ঘোষ। পুলিশের ওইরূপ কাজের তৎপরতার জন্য পুলিশকে সাধুবাদ জানায় বাইকের মালিক জাকির হক। ধৃতকে রবিবার বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানার পুলিশ।

















