আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপন
দাবদাহ লাইভ, বারাসাত, তৃপ্তি সেনগুপ্তঃ সাম্প্রতিক কালে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আই এম এ) এর পক্ষ থেকে বঙ্গীয় রাজ্য কমিটি উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত শাখা আয়োজনে উদযাপিত হয় আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস। বিশেষ উদ্যোক্তা ছিলেন (আই এম এ) সভাপতি মাননীয় ডক্টর তপন বিশ্বাস। উপস্থিত থেকে প্রবীণ নাগরিক মঞ্চ আলোকিত করেন ডাক্তার এনবি কাঞ্জিলাল, ডক্টর উজ্জ্বল সেনগুপ্ত, ডাক্তার চন্দ্রাবলী মুখোপাধ্যায়, ডাক্তার রত্না চট্টোপাধ্যায়, ডাক্তার সৌরভ নাগ এবং জাতীয় শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমূখ। ডাক্তাররা প্রত্যেকে তাদের বক্তব্যে একই কথায় বললেন যে বর্তমান সমাজে প্রবীণরা বিশেষ করে যাদের সন্তানরা কাছে থাকেন না তাদের কি ভয়াবহ অবস্থার মধ্যে কাটাতে হয়। এমনকি জীবন সংশয় হয় যখন একাকীত্ব তাদের গ্রাস করতে থাকে। এই প্রবীণ নাগরিকদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন রাখেন। দ্বিতীয় পর্বে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গান, কবিতা, শ্রুতি নাটক ও গীতি আলেখ্য। ছিল “বারাসাত বাচিক শিল্পীগোষ্ঠীর ” গীতি আলেখ্য সকলের হৃদয় স্পর্শ হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানটি মুন্সিয়ানার সাথে সঞ্চালনা করেন ডাক্তার অশোক রায়।

















