কর্মচারী সভায় ঘুঘুর বাসা ভাঙার নিদান রাজ্য মন্ত্রীর
দাবদাহ লাইভ, বারাসাত, হিরণ ঘোষালঃ সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের পঞ্চায়েতী রাজ শাখার উদ্দ্যোগে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগণা জেলায় বারাসাত রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন রাজ্য কনভেনর প্রতাপ নায়েক, উত্তর ২৪ কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি ভাস্কর নন্দী, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী সহ কর্মাধ্যক্ষ ও রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা ফেডারেশনের চেয়ারম্যান মানস ভুইঞা সহ নদীয়া জেলা পরিষদ সভাধিপতি তারান্নুম সুলতানা মীর ও রাজ্য নেতৃত্ব। সরকারী কর্মচারী বন্ধুদের আরও বলিষ্ঠ ভাবে মানুষের পাশে থেকে সরকারী কাজের মূল্যায়ন ও প্রসারের কথা বলেন। সাম্প্রদায়িক শক্তি উৎখাত করে পরাস্ত করার পরামর্শ দেন সভাধিপতি নারায়ণ গোস্বামী। তিনি আরও বলেন, সিপিএম- বিজেপি সোনার পাথর বাটি, একই মুদ্রার দু’ রুপ। পঞ্চায়েতী রাজ সিপিএমের তৈরীর দাবী ভুল ধারণা বলে কটাক্ষ করলেন। এই ব্যবস্থাপনা গান্ধীজির ভাবনা। শুধু নেতাগিরি করলে চলবে না; মানুষের পাশে থেকে পরিষেবা দেওয়ার উপদেশ দিলেন। মানস ভুঁইঞ্যা বলেন, রাজ্যের ১০০ দিনের কাজের ও আবাস যোজনার টাকা আটকে রয়েছে কেন্দ্রে। তাঁর কথায় রাজ্যে শাসক দলের মধ্যে গোষ্ঠীবাজি ও বেআইনি সুবিধা পাইয়ে না দেওয়ার হুঁশিয়ারী দেন। রাজ্যের হকের পাওনার ঝড় উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বলেও জানান। বি এল আর ওর অফিসের ঘুঘুর বাসা ভাঙার জন্য হুঁশিয়ারী দিলেন। মুহুরী ও এক শ্রেণীর আধিকারিকের যৌথ ভাবে কাজের উল্লেখও করেন। মানুষ যন্ত্রণার শিকার হচ্ছেন বলে ঠারে ঠারে বুঝিয়ে দিলেন। নিজের অফিসের কাজ করে অন্য অফিসের কাজের জোর দেওয়ার পরামর্শ দেন। ডি এ নিয়ে না ভাবনার আবেদন করেন। মানবিক মুখ্যমন্ত্রীর সরকারী কর্মীদের প্রতি ভালবাসা আছে বলেও জানান। আর্থিক সঙ্কট সুরাহা হলেই ঠিক সময়ে পাওনা পাবেন বলেও দাবী করেন। পশ্চিমবঙ্গ সরকার সঠিক সময় ও তারিখে মাইনা ও পেনশন দেন বলে দাবী করেন।

















