Banner Top

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, কেএমসি অভিযানে এস ইউ সি আই

                  দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  বঙ্গের শহর সহ বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একইসাথে বাড়ছে মৃতের সংখ্যা। রাজ্যের চিকিৎসা কেন্দ্রগুলিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেলেও সরকারের পক্ষ থেকে কোনো সুরাহা বার্তা না মেলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে রাজ্য বাসীর মনে। সেই ক্ষোভে সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল করে কলকাতা কর্পোরেশনে অভিযান চালায় এস ইউ সি আই এর কর্মী সমর্থকেরা। তাদের কথায়, বিভিন্ন জেলার পাশাপাশি শহর জুড়ে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া, দক্ষিণ দম দম পৌরসভার একাধিক জায়গায় বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু। কিন্তু রাজ্য সরকার এর তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সুরাহা বার্তা মিলছে না। যার জেরে বিরোধী দলের পক্ষ থেকে কলকাতা কর্পোরেশনে অভিযান চালায় ও ডেপুটেশন জমা দেয় তারা। তারা এও বলে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল। কিন্তু সেখানে জুটেছে শুধু পুলিশের ঘাড় ধাক্কা। বর্তমান পরিস্থিতিতে যেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ চিকিৎসার জন্য শহর কলকাতায় ছুটে আসছেন সুদূর বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি থেকে। সেখানে সরকারি হাসপাতালে যত্রতত্র ছড়িয়ে রয়েছে নোংরা আবর্জনা। উন্নত চিকিৎসার জন্যই বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আসতে হচ্ছে এই শহর কলকাতার মেডিকেল কিংবা এসএসকেএম হাসপাতালে।  কিন্তু সেখানেও তাদেরকে  চিকিৎসা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে। পাশাপাশি সেখানকার চিকিৎসকদের একাংশ ওই রোগীদের অন্যত্র স্থানান্তর করে দিচ্ছে অন্যান্য হাসপাতালে। এমতাবস্তায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ কলকাতা কর্পোরেশনে করছে বৈঠক এবং ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ে পর্যালোচনা। এসব কারনেই এস ইউ সি আই এর পক্ষ থেকে এদিন সুবোধ মল্লিক স্কয়ার থেকে  কলকাতা কর্পোরেশন পর্যন্ত মিছিল করা হয়। পরে তাঁদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়। পাশাপাশি আগামীতে কর্পোরেশন এর পক্ষ থেকে  ডেঙ্গু পরিস্তিতি মোকাবিলায় সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হলে ওয়ার্ড ঘেরাও করার হুঁশিয়ারিও দেয় এদিন তারা।

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, কেএমসি অভিযানে এস ইউ সি আই
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment