সাইবার ক্রাইম রুখতে উদ্যোগী বিধাননগর পুলিশ কমিশনারেট
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ প্রতারকেরা তাঁদের কার্যসিদ্ধির জন্য নানান অসৎ উপায় অবলম্বন করে সারা দেশ ব্যাপী প্রতারণার ছক কষে চলেছে। অজান্তেই প্রতারকদের পাতা সেই ফাঁদে পা দিয়ে নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। অনলাইন প্রতারকদের থেকে রেহাই পাচ্ছেন না প্রবীণরাও। প্রতারকদের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়েছেন বহু প্রবীণ। তাই প্রবীন নাগরিকদের সচেতন করতে এবার নয়া উদ্যোগ নিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সাইবার ক্রাইম রুখতে বিধাননগর পুলিশ কমিশনারেট অন্তর্গত প্রত্যেকটি থানায় এবার থেকে প্রবীনদের নাগরিক সচেতনতার পাঠ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের প্রবীনরা। বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে মুলত সাইবার ক্রাইম রুখতে সারাবছর সচেতনতা মুলক পাঠ প্রচার করা হয়। সাইবার ক্রাইম রুখতে ইতিমধ্যে পুলিশ কমিশনারেটের সোশ্যাল মিডিয়া পেজে শুরু হয়েছে সচেতনতা মুলক কর্মসূচি। এমনকি সাইবার অপরাধ দমনের জন্য পৃথক নম্বরও চালু করা হয়েছে। সেখানে এবার নতুন করে সংযোজন করা হয়েছে প্রবীণদের সচেতন করার শিক্ষা। পুলিশ সূত্রে জানা যায় যে, প্রথমের দিকে এটিএম পিন নম্বর হাতিয়ে টাকা লোপাট করতো প্রতারকেরা। পরে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে প্রতারনা করতে শুরু করে তারা। দিনের পর দিন নিত্য নতুন উপায় অবলম্বন করে ফাঁদ পেতে চলেছে প্রতারকেরা। তাদের পাতা ফাঁদে পা দিয়ে শহরের অনেক প্রবীণ মানুষ হয়েছেন সর্বসান্ত। প্রতারিতদের অনেকেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগও দায়ের করেছেন। মুলত প্রবীনদের জন্য নির্দিষ্ট তৎপরতায় সাইবার ক্রাইম রুখতে নয়া উদ্যোগ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

















