রাজ্যপালের শ্রদ্ধার্ঘ গান্দ্ধী ঘাটে
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অভিজিৎ সরকারঃ জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ১৫৪ তম জন্ম দিবসে উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর গান্ধীঘাটে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন জানালেন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস, সঙ্গে ছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া, ব্যারাকপুর মহাকুমার শাসক সৌরভ বারিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
রাজ্যপালের শ্রদ্ধার্ঘ গান্দ্ধীঘাটে
0%

















