আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সূত্র মারফত হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার মছলন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে মছলন্দপুর তদন্ত কেন্দ্রের আধিকারিক বিপ্লব সরকারের কাছে খবর আসে এই মর্মে যে, মছলন্দপুর বাজার সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্রই বিপ্লব সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মছলন্দপুর বাজারে হানা দেয়। এরপর ওই ব্যক্তির গতিবিধির উপর নজর রাখতে শুরু করে। ইতস্থত ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় মাটিয়া থানা এলাকার বাসিন্দা রিংকু সর্দার নামের ওই যুবককে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃত যুবক একাধিক অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত বলে জানায় পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, ধৃতকে বারাসাত আদালতে পেশ করে গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃত যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এদিন গভীর রাতে মছলন্দপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল কেন, সে কি অস্ত্র কারবারি, কাউকে ওই অস্ত্র দেবার জন্যই কি সে গণীর রাতে ওই স্থানে গিয়েছিল, নাকি অন্য কোনো মতলব ছিল তাঁর, তাঁর ওই কার্যকলাপের সাথে আর কে বা কারা কিভাবে যুক্ত? উঠে এসেছে এমনই নানান প্রশ্ন। তদন্ত সাপেক্ষে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে বলে জানায় পুলিশ।

















