স্ত্রীকে খুন করে নিজে আত্মহত্যা
দাবদাহ লাইভ, ব্যারাকপুর, অরিন্দম চ্যটার্জীঃ উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুর ব্লকে পাতুলিয়া বটতলা এলাকার বাসিন্দা পাপ্পু সাউ ও পূজা সাউ এর মধ্যে প্রায়ই ঝগড়া হত। পরিনাম পুজার গলা কাটা দেহ মিলল। আর পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এলাকয় নেমেছে শোকের ছায়া। তদন্তে পুলিশ।
0%

















