পাচারের পূর্বে সীমান্ত থেকে উদ্ধার অস্ত্র
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে পাচার পর্ব যেন ক্রমশ বেড়েই চলেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে সোনা, রূপা, বিভিন্ন ধরনের প্রাণীর পাশাপাশি মানুষ পাচারের ঘটনাও উঠে এসেছে জনসম্মুখে। এবার সেই সীমান্তবর্তী এলাকা থেকেই ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করে বিএসএফ। শনিবার ভোরে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানার অন্তর্গত মধুপুর সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটে। বিএসএফ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরা কারবারিরা বেশ সক্রিয় হয়ে উঠেছে। তাদের দমন করতে বিএসএফ তৎপর।বেআইনিভাবে ভারত থেকে এদিন তারা বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। এদিন ভোররাতে সীমান্তবর্তী এলাকায় কর্তব্যরত ৬৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সীমান্তবর্তী এলাকায় থাকা নজরদারি ক্যামেরা মারফত দেখতে পায় বাংলাদেশের দিক থেকে তিনজন ব্যক্তি ভারতের দিকে আসছিল ও ভারত থেকে কিছু জিনিসপত্র নিয়ে এক ব্যাক্তি বাংলাদেশের দিকে যাচ্ছিল। উভয় দিক থেকে আশা পাচারকারীদের সীমান্তের দিকে এগোতে দেখে জওয়ানরা তাদের দাঁড়াতে বলে। কিন্তু জওয়ানদের কথা উপেক্ষা করে পাচারকারীরা সীমান্তের দিকে এগোতে থাকলে শূন্যে এক রাউন্ড গুলি চালায় জওয়ানরা। গুলির শব্দ শুনে ঝোপের আড়ালে ব্যাগ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। এরপর ওই এলাকায় তল্লাশি চালিয়ে জওয়ানরা একটি ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগ থেকে উদ্ধার হয় চারটি পিস্তল, ৫০ টি গুলি ও আটটি ম্যাগাজিন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে উদ্ধারকৃত সামগ্রী বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই ঘটনার পর ইতিমধ্যে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে মধুপুর সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি পলাতক পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাগদা থানার পুলিশ। সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর করা নজরদারি থাকা সত্ত্বেও, তাদের নজরদারি এড়িয়ে সীমান্ত দিয়ে পাচারকারীরা কিভাবে চালাচ্ছে তাদের বেআইনি কারবার! তাহলে কি কোন ভাবে রক্ষা কর্তারাই ওই কারবারের সাথে যুক্ত, ভারত কি আদৌ নিরাপদ? উঠে এসেছে এমনই নানান প্রশ্ন।

















