কীর্তন কর্মশালা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদ দাতাঃ লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর, উত্তর ২৪ পরগনার সহযোগিতায় শুরু হল কীর্তন আঙ্গিক এর কর্মশালা। এই কর্ম শালায়, মঞ্চে কীর্তন উপস্থাপনের গুণগত মান কি করে বাড়ানো যায় তা শেখানো হচ্ছে। জেলার কীর্তন শিল্পীরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তন বিভাগের প্রধান, ড: কঙ্কনা মিত্র, প্রখ্যাত কীর্তন শিল্পী সৌমী ঘোষ।
জেলায় কীর্তন কর্মশালা
0%

















