মা ও আট বছরের শিশু কন্যাকে হত্যা
দাবদাহ লাইভ, বাদুড়িয়া, ওয়াসিম বারিঃ স্ত্রী কে কুপিয়ে খুন করে নিজের মেয়েকেও গলাটিপে খুন করল বাবা। উত্তর ২৪ পরগণা জেলার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুরের খাসপুর গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্ত্রী এবং কন্যাকে খুনের পরে হাবরা থানায় এসে আত্মসমর্পণ করলো, সেই খুনি বাবা সঞ্জীব পাল। পুলিশের কাছে খুনি বাবার দাবী তার স্ত্রী অবৈধ সম্পর্ক সম্পর্কে জড়িয়ে পড়েছিল বারংবার সাবধান করার পরেও সম্পর্ক থেকে বেরিয়ে না আসায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। মৃতদের নাম মৌসুমী পাল ২৮ সৌমিলি পাল ৮। প্রথমে স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে সঞ্জীব। এরপরে আট বছরের মেয়েকে গলা টিপে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে বুধবার সকাল নটা নাগাদ হাবরা থানায় এসে আত্মসমর্পণ করে খুনি যুবক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জীব পাল কে হাবরা থানার সহযোগিতায় নিজেদের হেফাজতে নিল বাদুড়িয়া থানার পুলিশ। অভিযুক্তকে ১০ দিনের বাদুড়িয়া থানার পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলে। ঠিক তার পরই ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার ফরেনসিক টিম ঘটনা স্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। অভিযুক্তকে নিয়ে ঘটনা স্থলে পৌঁছান স্বরূপনগর সিআই তিতাস কুমার মিত্র, বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মন্ডল সহ তদন্তকারী অফিসার এসআই ভাস্বত গোস্বামী। ঘটনা স্থলে পৌঁছিয়ে অভিযুক্ত সঞ্জীব পাল তার স্ত্রী ও কন্যা কে কিভাবে হত্যা করেছে তা সরাসরি পুলিশকে দেখায়। জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্তকে পুনরায় বসিরহাট মহকুমা আদালতে তুলেছে বাদুড়িয়া থানার পুলিশ।

















