Banner Top

মুথিয়া মুরালিধরন চলচ্চিত্র প্রচারের সল্টলেক স্কুলে 

               দাবদাহ লাইভ, বিধাননগর, সুমিত মজুমদারঃ  শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথিয়া মুরালিধরন অভিনেতা মধুর মিত্তালের সাথে তাঁর আসন্ন জীবনীমূলক চলচ্চিত্র ৮০০- র প্রচারের জন্য সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলে আসেন। স্কুলে এসে মুথিয়া মুরালিধরন ও মধুর মিত্তাল শিক্ষার্থীদের সাথে ক্রিকেট খেলেন। এছাড়াও তাঁরা সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং অটোগ্রাফ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত বেরিওয়ালা, ভি.কে. গয়াল, জি এস খাজাঞ্চি, সঞ্জয় আগরওয়াল, রমেশ বেরিওয়াল, জগদীশ আগরওয়াল, কিষাণ কে. গুপ্ত এবং সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের শিক্ষকরা। এই উপলক্ষে, সল্টলেক শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মিসেস নুপুর দত্ত বলেন, মুথিয়া মুরালিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটারকে অতিথি হিসেবে পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয়। ছাত্ররা যথেষ্ট উচ্ছসিত ছিল এবং শিশুরা তাঁর গল্প ও জ্ঞানের কথা শুনে মন্ত্রমুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছিল। তিনি স্কুল ক্রিকেটের গুরুত্বের উপর জোর দেন এবং শিক্ষার্থীদের তরুণ প্রতিভাকে অনুপ্রাণিত করেন। মুরলিধরন একজন সফল ক্রিকেটারের রেসিপির মূল উপাদান হিসেবে আবেগ, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের উপর জোর দেন। তিনি প্রত্যেক খেলোয়াড়কে তাদের প্রতিশ্রুতিশীল কেরিয়ারে শুভেচ্ছা জানিয়ে স্বাক্ষর করেছেন। সল্টলেক শিক্ষা নিকেতন প্রতিটি শিশুর সামগ্রিক শিক্ষায় বিশ্বাস করে বলে তাঁর আরও দাবী। এক্ষেত্রে শিক্ষাবিদ, সহ-পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ, ক্রীড়া শিক্ষা এবং জীবন দক্ষতা শিক্ষাও অন্তর্ভুক্ত। শিক্ষার সম্পূর্ণ উদ্দেশ্য শুধুমাত্র বইয়ের জ্ঞান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একজন শিক্ষার্থীর মধ্যে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস, মানবতা, সততা এবং নির্ভরযোগ্যতার মতো মানবিক মূল্যবোধ জাগ্রত করা শিক্ষার আসল উদ্দেশ্য। এখানে, সক্রিয় সহযোগিতামূলক এবং প্রযুক্তি ভিত্তিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীদের আবদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে ভবিষ্যতের প্রস্তুতি এবং জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে বা যা বিশ্ব নাগরিকত্ব বিকাশে অবদান রাখে। শিক্ষকদের শুধুমাত্র ভালোভাবে শেখানোর জন্যই প্রশিক্ষিত করা হয় না  তাঁরা সকলেই তাঁদের শিক্ষার্থীদের প্রতি আস্থা ও বিশ্বাসকে অনুপ্রাণিত করে।

মুথিয়া মুরালিধরন চলচ্চিত্র প্রচারের সল্টলেক স্কুলে
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment