হাবড়া প্রেসক্লাবে গ্রন্থ-প্রকাশ
দাবদাহ লাইভ, হাবড়া, অনন্ত চক্রবর্তীঃ ২৬ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া প্রেসক্লাব-এ প্রকাশিত হল ‘টুকরো স্মৃতির খোঁজে’ নামাঙ্কিত কবিতার বইটি৷ যৌথভাবে মোড়ক উন্মোচন করে বইটি উদ্বোধন করেন হাবড়া পৌরসভার পুরপ্রধান নারায়ণ সাহা ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অর্ঘ্য বোস (বুবাই)৷ এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুজিত বিশ্বাস, হাবড়া প্রেসক্লাবের সম্পাদক সুজিত দুয়ারী, কোষাধ্যক্ষ টিটব বিশ্বাস, কবি অচিন্ত্য মন্ডল, কবি দীপাঞ্জন সমাদ্দার প্রমুখ৷ বইটিতে মূলত সামাজিক ও প্রেমের কবিতা স্থান পেলেও রাজনৈতিক বা সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে কবিদের জীবনেও যে, মানসিক উত্থান-পতন ঘটে — তাহাই এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় বলে জানান বইটির প্রাণপুরুষ কবি প্রসেনজিৎ রায় চৌধুরী।

















