এশিয়া কাপ হকিতে গ্রুপ শীর্ষে ভারত
দাবদাহ লাইভ, সজল দাশগুপ্তঃ এশিয়ান গেমসে হকিতে আবারো দুরন্ত ছন্দে ভারত। ১৬ গোলের ধারা অব্যাহত থাকলো। প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৬ গোলে জেতার পর, এদিন তাদের দ্বিতীয় ম্যাচেও ১৬-১ গোলে সিঙ্গাপুরের বিরুদ্ধে ফলাফল। এখনো পর্যন্ত দুই ম্যাচে ৬ মোট পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ এ-তে রয়েছে ভারত, সেই গ্রুপে রয়েছে উজবেকিস্তান, সিঙ্গাপুর, বাংলাদেশ, জাপান এবং পাকিস্তানও। দুই গ্রুপ থেকে প্রথম দু’টি দল যাবে সেমিফাইনালে। ভারতের হকি দলের পরবর্তী ম্যাচ জাপানের বিরুদ্ধে রয়েছে। বৃহস্পতিবার হবে জাপান ম্যাচ। হাই ভোল্টেজ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে শনিবার। গ্রুপের শেষ ম্যাচ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে। সেই ম্যাচ হবে ২ অক্টোবর। এর পর সেমিফাইনাল হবে ৪ অক্টোবর।

















